• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচার, গ্রেপ্তার ১ 


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৯:১৯ এএম
ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচার, গ্রেপ্তার ১ 

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে ডিম বিক্রেতা সেজে মাদক পাচারকালে করিম মিয়া (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভৈরব রেলওয়ে থানা-পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় স্কাফ সিরাপ ও ফেনসিডিল জব্দ করা হয়। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ভৈরব রেলওয়ে স্টেশনে ঢাকাগামী কর্ণফুলী ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

করিম মিয়া সিলেট জেলার কোতোয়ালি থানার আম্বরখানা গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। 

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব স্টেশনে কর্ণফুলী ট্রেন থেকে করিম মিয়া নামের এক ডিম বিক্রেতাকে আটক করা হয়। পরে তার ডিমের বালতি তল্লাশি করে ২৮ বোতল স্কাফ সিরাপ ও ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস আরও জানান, দীর্ঘদিন ধরে করিম মিয়া ডিম বিক্রেতা সেজে মাদক পাচার ও বিক্রি করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেপ্তার করিম মিয়ার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 
 

Link copied!